সরকার নিজেই একটা সিন্ডিকেটের বড় পৃষ্ঠপোষক: সাকি

0

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার নিজেই একটা সিন্ডিকেটের বড় পৃষ্ঠপোষক কিংবা নিজেই বড় সিন্ডিকেট।

শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, আমরা মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে, বাজার মোটেই মুক্ত নয়। কয়েকটি কোম্পানি বাজারের ওপর একেবারে একচেটিয়া প্রভাব কায়েম করেছে। এই রকম পরিস্থিতিতে তথাকথিত মুক্ত বাজার অর্থনীতি একটা বৈশিষ্ট্য। তারা বলেন যে, বাজার মুক্ত। কিন্তু বাজার মুক্ত থাকে না। বাজারে অতি দ্রুত নানাভাবে একচেটিয়া আধিপত্য তৈরি করা হয়।

তিনি বলেন, এই একচেটিয়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ছাড়া বাজার আপনা-আপনি কোনো সুষম অবস্থা বজার রাখতে পারবে না। বরং বাজারের চেহারাটা এই রকম একচেটিয়া রূপ নেবে। সুতরাং সরকারকে এখানে একটা ভূমিকা নিতে হবে। সেই ভূমিকায় জায়গাতে রাষ্ট্র যে ক্রমাগতভাবে ব্যর্থ, শুধু তাই নয়- এই একচেটিয়া ব্যবসার টাকা ভাগ-বাঁটোয়ারা করে, সেটা নানাভাবে প্রমাণিত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com