ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে
মার্কিন সিনেটর ডিক ডারবিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাথে দেখা করেছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সিনেটর ডারবিন বলেন, ‘বাংলাদেশের সাথে সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র এবং আমি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের প্রশংসা করি।’
তিনি বলেন, ‘কিন্তু আপাতদৃষ্টে ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘রাষ্ট্রদূত ইমরানের সাথে বৈঠকে আমি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।’
সূত্র : ইউএনবি