নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র: অভিযোগ ইসরাইলি কর্মকর্তার

0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র! এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এক ইসরাইলের এক কর্মকর্তা।

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে গত পাঁচ মাস ধরে গাজায় তীব্র আক্রমণ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে বিপুলসংখ্যক বেসামরিক নারী ও শিশু নিহত হচ্ছে। এর ফলে ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সারা দুনিয়ায়। আর ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্ক ভালো নেই। মার্কিন পরিকল্পনা ভণ্ডুল করে দিচ্ছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ওই কর্মকর্তার এহেন অভিযোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, নেতানিয়াহুর কার্যকলাপই ইসরাইলের বিপদ ডেকে আনছে। এর পরই আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ইসরাইলি কর্মকর্তা।

রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই উচ্চপদস্থ ব্যক্তি টাইমস অব ইসরাইলের কাছে অভিযোগ জানিয়েছেন, হামাস বনাম ইসরাইল যুদ্ধ আবহেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে চায় আমেরিকা। এই মুহূর্তে ওয়াশিংটন সেই চেষ্টাই করছে।

বাইডেন প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছেন ইসরাইলের মানুষ। অন্য কেউ নয়। ইসরাইল গণতান্ত্রিক দেশ। কখনো আমেরিকার সুরক্ষাকবজে ছিল না ইসরাইল।’ তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, আমাদের বন্ধুরা হামাস সদস্যদের শাসনকে উচ্ছেদ করবে। ইসরাইলের নির্বাচিত সরকারকে নয়।”

ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন হামলা এবং তার জবাব দিয়ে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর অভিযান- এই দুই ক্ষেত্রেই শুরু থেকে নেতানিয়াহুর দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। কিন্তু গত মাস দেড়েক ধরে একাধিকবার গাজায় ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে ‘নেতানিয়াহু-বিরোধী’ সুর শোনা গেছে বাইডেনের কথায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com