অ্যাতলেটিকোর কাছে হেরে বিদায় মিলানের

0

ম্যাচে থাকতে হলে শেষ টাইব্রেকার শুটে গোল করতেই হতো ইন্টার মিলানকে। গুরুত্বপূর্ণ সেই শুট করতে আসেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার লাউতারো মার্টিনেজ। কিন্তু গোলবারের ডানপাশের কর্নারের উপর দিয়ে চলে যায় মার্টিনেজের ডানপায়ে করা শটটি ।

মার্টিনেজের এই পেনাল্টি মিসে হেরে যায় ইতালির ক্লাব ইন্টার মিলান। টাইব্রেকার ভাগ্যে মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ফিরতি লেগে ঘরের মাঠে নির্ধারিত সময়ে ২-১ গোলে জয় পায় লা লিগার ক্লাব অ্যাতলেটিকো। কিন্তু প্রথম লেগে ১-০ গোলে অ্যাতলেটিকোর হারের কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল ২-২ সমতায়।

শেষ আটের দল নির্ধারণ করতে খেলা চলে আরও ৩০ মিনিট। তাতে ব্যবধান না হওয়াতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার ভাগ্যে অবশেষে জয় হয় অ্যাতলেটিকোর।

শেষ ষোলের এই ম্যাচে ৩৩ মিনিটে প্রথম গোল করে ইন্টার মিলান। তবে সেই লিড সফরকারীদের দুই মিনিটের বেশি ধরে রাখতে দেয়নি অ্যাতলেটিকো। ৩৫ মিনিটে ফরাসি তারকা অ্যান্টনিও গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com