দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত মোর্শেদের পরিবার রায়ে অসন্তুষ্ট, যাবেন উচ্চ আদালতে

0

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ৩৪ বছর আগে দুষ্কৃতিকারীদের গুলিতে সগিরা মোর্শেদ সালাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে তাদের। আর মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেওয়া হয়। এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সগিরা মোর্শেদের পরিবার।

বুধবার (১৩ মার্চ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। আর খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন এবং মন্টু মন্ডল।

খালাসপ্রাপ্ত তিন আসামির মধ্যে মন্টু মন্ডল ছাড়া অন্য দুই আসামির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিহত সগিরা মোর্শেদের স্বামী সালাম মোর্শেদ। তিনি বলেন, ‘৩৪ বছর পরে যে রায় দিয়েছেন বিচারক, তাতে আমি সন্তুষ্ট। তবে পুরোপুরিভাবে সন্তুষ্ট হতে পারছি না। আসামি মন্টু মন্ডল বাদে অপর দুই আসামির খালাসের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com