বিএনপি বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাকশাল কায়েম করতে দেবে না: ফারুক
আওয়ামী লীগ আবারও দেশে বাকশাল কায়েক করতে চায়, বিএনপি বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাকশাল কায়েম করতে দেবে না, সরকার যতই শক্তিশালী হোক না কেন পায়ের তলায় মাটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।
রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আপনার ভোটাধিকারে বিশ্বাস করেন না। তাই বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে ভাই-ভাইয়ের ডামি নির্বাচন করেছেন, সেটি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো সেই নির্বাচনকে গ্রহণ করে নাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনি বলেন, খেলা হবে। আরে খেলতে হলে খেলোয়াড় লাগে। আপনার তো খেলোয়াড়ই না, আপনাদের সঙ্গে কি খেলবো। আওয়ামী লীগ সব সময় বিএনপির পেছনে লেগে থাকে। বিএনপি কালো পতাকা মিছিল দেয় তিনটায় আর আওয়ামী লীগ ৪টায় কর্মসূচি ঘোষণা করে তা প্রতিরোধ করতে।
ঢাকা মহানগর ওলামা দল উত্তর-দক্ষিণ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।