মনোনয়নের দিন নৌকার জয় হয়েছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি: ভোটার ও মানুষের মাঝে শঙ্কা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মীসভার বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু বলেছেন, আবুল কালাম আজাদ এই উপজেলায় যেদিন মনোনয়ন পেয়েছে, সেইদিন নৌকা জয়লাভ করেছে। শুধু আনুষ্ঠানিকতা বাকি! ৭ তারিখে।
এরইমধ্যে বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া তার বক্তব্যটি ফিরোজ কবীর (Firoz Kabir) নামের একটি ফেসবুক আইডি থেকেও লাইভ করা হয়েছে। এ ধরণের বক্তব্যকে নির্বাচনী এলাকায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ভোটার ও সাধারণ মানুষের মাঝেও শঙ্কার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সালমারা ইউনিয়নে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এসময় অনুষ্ঠানে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদসহ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে দেশ রূপান্তরের হাতে আসে। ভিডিওতে মোকাদ্দেস আলী বাদুকে বলতে শোনা যায় যায়, আমার দাদার আমলের আওয়ামী লীগ তারপরে আমার বাবার, তারপরে হবে আমার। এই আওয়ামী লীগের মনোনয়ন অন্য কেউ পাবে কেন? এটাতো আমার পৈতৃক সূত্রে, এই আওয়ামী লীগ আমার। এই আওয়ামী লীগের অন্য কেউ যেন মনোনয়ন না চায়।
তিনি আরও বলেন, আবুল কালাম আজাদ এই উপজেলায় যেদিন মনোনয়ন পেয়েছে সেদিনই নৌকা জয়লাভ হয়েছে। ৭ তারিখে শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই উপজেলায় আওয়ামী লীগ এবং উপজেলায় যারা আসলে উন্নয়নের বিশ্বাসী তারা কিন্তু নৌকা মার্কার আবুল কালাম আজাদকেই ভোট দিবে। এটা কিন্তু যেদিন মনোনয়ন পেয়েছে সেদিনই জয়লাভ হয়ে গেছে, শুধু ৭ তারিখের ভোটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা বাকি আছে।