৭ জানুয়ারি হতে যাওয়া ‘অর্থহীন’ নির্বাচনে জনগণের ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই: বিএনপি

0

বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ‘অর্থহীন’ নির্বাচনে দেশের জনগণের ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। তিনি প্রশ্ন করেন, ‘একতরফা’ নির্বাচনে নাকি জনসাধারণের সমর্থন রয়েছে, তাহলে কাউন্সিলরদের ভোটকেন্দ্রে ভোটার আনার নির্দেশনা দেওয়া হয়েছে কেন?

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মতিঝিল থেকে দিলকুশা রোডের পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করার সময় নজরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘মানুষ ভোট দিতে আগ্রহী নয়, কারণ তারা জানে এটি একটি অর্থহীন নির্বাচন, এটি কোনো প্রকৃত ভোট বা নির্বাচন নয়।’

তিনি ভোটারদের ৭ জানুয়ারি কোনোভাবেই ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের জীবন ও জীবিকা নিয়ে খেলা করছে এমন সরকারকে সহযোগিতা করবেন না।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেছেন, কেন মানুষকে ভোটকেন্দ্রে আনার জন্য ডামি প্রার্থীর প্রয়োজন। ‘সরকারের বিভিন্ন প্রোগ্রাম এবং সুবিধাগুলোর সুবিধাভোগীদের কেন ভোট না দিলে তাদের কার্ড বাতিল করার হুমকি দেওয়া হচ্ছে?

তিনি বলেন, অধিকাংশ মানুষ ইতোমধ্যে নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং তারা ভোটদানও বর্জন করবে। দেশের অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন মারাত্মক সংকটে পড়েছে, তখন কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে এ জাতীয় অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, ‘আমরা এই অবৈধ নির্বাচনের ব্যয় বন্ধ করার জন্য সরকারকে অনুরোধ করছি। জনগণ এমন নির্বাচন চায় না যার সব প্রার্থীই আওয়ামী লীগের। আমরা এ ধরনের নির্বাচন চাই না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com