নির্বাচনের আগে যেভাবে গ্রেফতার করা হচ্ছে তাতে শিক্ষাপ্রতিষ্ঠানও কারাগার বানাতে হবে: মাহবুব

0

জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার মামলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার এবং সাজার রায়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার ও সাজা দেওয়া হচ্ছে, তাতে গেজেট করে স্কুল-কলেজকে কারাগার বানাতে হবে।’

আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত নিয়ে করা প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা কোনো ম্যাটার করে না। এটা তাদের ভোট চুরির নীলনকশা ছাড়া কিছুই না। জনগণ তাদের প্রত্যাখ্যান করছে।

রোববার (২৬ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বিএনপিপন্থি এ আইনজীবী।

মাহবুব উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনের মামলা যেগুলো পড়ে ছিল, নির্বাচন সন্নিকটে আসার পরই সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও সাজা দেওয়া হচ্ছে। সরকার হয়তো ভাবছে সাজা দিলেই আন্দোলন থেমে যাবে। কিন্তু কতজনকে আটকাবেন তারা। ৩০০-৪০০-৫০০। কোটি কোটি মানুষকে সাজা দেওয়ার বিধান তো নেই।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সাজা দিয়ে কোথায় রাখবে। কারাগারে জায়গা ছিল ৪৩ হাজার। সেখানে এখন বন্দিসংখ্যা লাখ ছাড়িয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com