নির্বাচনে অংশ নেবে না গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এলিফ্যান্ট রোডে নিজ কার্যালয়ে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দল দুটির নেতারা এই সিদ্ধান্ত নেন।

সভার বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই দুই দলের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র অনুযায়ী পুতুল নির্বাচন কমিশন তথাকথিত তফসিল ঘোষণা করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

তারা বলেন, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি জনগণের দাবি বাস্তবায়নে অবৈধ তফসিল বাতিল, সংসদ বিলুপ্তি এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে গণ-আন্দোলন অব্যাহত রাখবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com