দেশে নির্বাচনের জোয়ার বইছে, আমরা বিদেশীদের প্রতিহত করতে জানি: পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অবস্থা এখন খুবই ভালো। দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব শ্রেণি-পেশার লোক ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এতে বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি, দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এজন্য যা যা করার আমরা সব করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি, যারা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দায়দায়িত্বে আছেন। তারা তাদের দায়িত্ব সম্পন্ন করবেন।

শুক্রবার দুপুর ২টার দিকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) -এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বিদেশীরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। যদি আমাদের অধিকার খর্ব হয়ে যায়, আমরা জানি কিভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com