নির্বাচনে আসুন, কার কতটা দৌড় আমরা দেখি, জনগণ কাকে চায় আমরা যাচাই করে দেখি: প্রধানমন্ত্রী
বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, তারা নির্বাচনে আসুক, আমরা সেই আহ্বান জানাই। নির্বাচনে আসুন, কার কতটা দৌড় আমরা সেটা দেখি। জনগণ কাকে চায়, সেটা আমরা যাচাই করে দেখি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ড প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। এ সময় এসব কথা বলেন তিনি।
যেসব দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের বলবো, আপনারা আসেন নির্বাচনে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এতে কোনও সন্দেহ নেই। জনগণের ভোট আমাদের চুরি করা লাগবে না। জনগণের প্রতি বিশ্বাস আমাদের আছে।