কিছু অভিনয়শিল্পী ও খেলোয়াড় আছেন- তারাও আজ বিনা ভোটের এমপি হতে চান: নুর
আগামীতে কে ক্ষমতায় আসবে তা দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে দেশে আর নিশিরাতের নির্বাচন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নুর বলেন, ‘আমরা দেখেছি ২০ জন সাবেক আমলা মনোনয়নপত্র কিনেছেন। তারা চাকরিতে থাকা অবস্থায় এই সরকারের বেআইনি নির্দেশ পালন করেছেন, এখন শেষ বয়সে বিনা ভোটে এমপি হতে চান।’
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুর। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘কিছু অভিনয়শিল্পী ও খেলোয়াড় আছেন- তারাও আজ বিনা ভোটের এমপি হতে চান। সরকারও ২০১৪ ও ২০১৮ মার্কা নির্বাচন করতে মরিয়া। আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশে আর নিশিরাতের নির্বাচন হতে দেওয়া হবে না।’
এসময় সরকারের উদ্দেশ্যে নুর বলেন, ‘শিগগির পদত্যাগ করুন। পদত্যাগের পরে সংলাপ-সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকার ঠিক করা হবে। তারাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেবে।’