‘একদলীয় বাকশাল কায়েমের অপচেষ্টা জনগণ যেকোনো মূল্যে প্রতিহত করবে’
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান বলেছেন, বিনা ভোটের সরকার জনগণের প্রাণের দাবি তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপক্ষো করে বাকশালী কায়দায় ২০১৪ এবং ১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভয়-ভীতি এবং প্রলোভন দিয়ে নির্বাচনে আনার চেষ্টা করছে। এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো একদলীয় বাকশাল কায়েমের অপচেষ্টায় লিপ্ত রয়েছে সরকার। জনগণ যেকোনো মূল্যে প্রহসনের নির্বাচন প্রতিহত করবে।’
বৃহস্পতিবার সকাল ৭টায় ফনির মোড়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভোর থেকেই দ্বিতীয় বাইপাস মহাসড়কের ফনির মোড়, বগুড়া-রংপুর মহাসড়কের বারোপুর-নুনগোলা মোড় এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পাশে অবস্থান নেন। এ সময় তারা মহাসড়কে বসে পড়েন এবং অবিলম্বে নির্বাচনের তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন।