রাজনীতির মাঠে কোরবানির হাট বসিয়েছে, রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে: নুর

0

তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়। পল্টন মোড়, নাইটিংগেল মোড়, বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর এসে শেষ হয় মিছিল। পরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আজ জনগণের ভোটের অধিকার নেই, নির্বাচনের পরিবেশ নেই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে জেলে রেখে তারা নির্বাচন খেলার উৎসব করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে।’

আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। এই আওয়ামী লীগ সরকার বাকশালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে ১৪ আর ১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল।’

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে জানিয়ে নুর বলেন, ‘আজকে এই ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে। যারা এই গণতন্ত্রের জন্য লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হবে, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com