আওয়ামী লীগের নিবন্ধন এই আদালতেই বাতিল হবে: জামায়াত

0

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম সরকারকে উদ্দেশ করে বলেছেন, অবিলম্বে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিন, সময় থাকতে পদত্যাগ করুন। তা না হলে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। পালানোর পথ পাবে না। আর এই আদালতেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে।

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. রেজাউল করিম বলেন, অবৈধ সরকার ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। কিন্তু স্বাধীনতার পর সব জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী জননন্দিত ও আদর্শবাদী রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন রায় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।

তিনি আগামী দিনের রাজপথের সব কর্মসূচিকে আরও জোরদার করার জন্য দলমত নির্বিশেষ সবার প্রতি আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com