আ.লীগের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না: ড. মঈন

0

আ.লীগের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না, এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর যে বক্তব্য এসেছে সেটাকে দেশের জনগণের সামনে মুলা ঝোলানো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আবদুল মঈন খান বলেন, ‘আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। ২৮ অক্টোবর বিরোধীদলের ওপর ক্র্যাকডাউনের পর থেকে সরকার যে মামলা-হামলা ও গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে তা অবিলম্বে বন্ধ করে আমাদের সব নেতাকর্মীকে মুক্তি দিয়ে সবার আগে সরকার একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করুক। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে পরমতসহিষ্ণুতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।’

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘আজ তিন সপ্তাহের বেশি অতিক্রান্ত হওয়ার পরও বিএনপি মহাসচিবের বেইল পিটিশনের শুনানি পেছানোর সিদ্ধান্তে সরকার পুনরায় প্রমাণ করেছে যে এ সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না।’

তিনি বলেন, ‘এমতাবস্থায় বিরোধী দলকে নির্বাচনে যোগ দেওয়ার শর্তে নির্বাচনী সিডিউল পিছিয়ে দেওয়ার মুলা ঝুলোনোর আহ্বানের ওপরে দেশের মানুষ কীভাবে আস্থা থাকতে পারে সেটাই আজ দেশবাসীর জিজ্ঞাসা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com