নির্বাচনী তফসিল বাতিলসহ নানা ইস্যুতে মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নির্বাচনী তফসিল বাতিলসহ সাম্প্রতিক নানা ইস্যুতে বিভিন্ন দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন। গতকাল (১৯ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরের আমপাং এলাকায় উসমা সেন্ট্রালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকার অনতিবিলম্বে নির্বাচনী তফসিল বাতিল করে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দেশজুড়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করে আসছে। কিন্তু পুলিশ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে আটক করছে। এই আটক ও গ্রেফতার বন্ধ করে সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন তারা।