বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি দুপুরে

0

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হবে আজ।

দুপুর আড়াইটায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের এই শুনানি করবেন। ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপি সমর্থক আইনজীবীরা।

ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, বিএনপি মহাসচিবের জামিন শুনানি আজ বেলা ২টার দিকে অনুষ্ঠিত হবে। মামলার মেরিট অনুযায়ী আশা করছি, মহাসচিব জামিন পাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com