হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ছাত্রদলের তালা

0

হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থাপনায় তালা লাগিয়েছে ঢাবি ছাত্রদলের একটি গ্রুপ।

রোববার গভীর রাতে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক নিয়ন্ত্রিত গ্রুপের নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনায় তালা দেন।

দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেইট, ডাকসু, মধুর ক্যান্টিনসহ বিভিন্ন স্থাপনায় তালা লাগানো। তালার সাথে হরতালের সমর্থনে একটি ব্যানারও লাগিয়ে দেয়া হয়। ব্যানারে তারেক রহমানের ছবির সাথে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে-সাময়িক অসুবিধার জন্য দুঃখিত‘, ‘এক দফা দাবিতে দেশব্যপী হরতাল চলছে‘-ইত্যাদি লেখা ছিল।

এ ব্যপারে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকবার বলেছি এই হরতাল অবরোধে ক্লাস পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। কিন্তু তারা আমাদের কথা না শুনে আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস পরীক্ষা চালু রেখেছে। তাই আমরা আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com