দু-এক দিনের মধ্যেই নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় পার্টি

0

জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তিনি জানান, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় পার্টি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনি প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com