তফশিল ঘোষণার প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

0

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ারস ফোরাম ঢাকা বার ইউনিট।

বৃহস্পতিবার জজকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, সিএমএম আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন, ‘সরকার আবারও ২০১৪ ও ১৮ সালের মতো একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারই অংশ হিসেবে জনদাবিকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফশিল জারি করেছে। এ সরকার ভোট চোর, গণতন্ত্র হত্যাকারী। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু দেশের জনগণই না বিদেশিরাও একমত পোষণ করেছে। এদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com