গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গার্মেন্টস সেক্টরে অস্থিরতার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে তারা গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শ্রমিকদের উসকে দিচ্ছে।
রবিবার (১২ নভেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের অব্যাহত আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ৫৬ শতাংশ মজুরি বাড়িয়েছেন। ৮ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা করেছেন।