অবরোধ সমর্থনে বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীদের মিছিল
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা।
রোববার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে তারা মিছিল করে।
এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
তিনি বলেন, ‘ক্ষমতার পরিবর্তন হবেই, দেশকে আর কুক্ষিগত করে রাখা যাবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার হটানো হবে, আন্দোলনে আইনজীবীরা শরিক হবেন।’
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা বীরযোদ্ধা। আপনারা দেশের মানুষকে উজ্জীবিত করছেন। দেশের মানুষ ভোটের অধিকার আদায় না করে আন্দোলনকারী জনতা ঘরে ফিরবে না। দেশের মানুষ যত দিন নিজের ভোট নিজে দিতে না পারবে এই অঙ্গনে আইনজীবীরা আন্দোলন করে যাবে।’