সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার এ অবরোধ অব্যাহত থাকবে: জামায়াত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের মাধ্যমে মাফিয়া সরকার দেশে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু ষড়যন্ত্র মোকাবিলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে জনগণ। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার এ অবরোধ অব্যাহত থাকবে।
রোববার (১২ নভেম্বর) রাজধানীতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।