সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা: ইসলামী সমাজ

0

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবির বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশেহারা। বর্তমান প্রেক্ষাপটে দেশের অধিকাংশ মানুষই ভালো নেই।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দলটির সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দলের মধ্যকার রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে ইসলামী বিধান অনুযায়ী দেশ পরিচালনার দাবিও জানান।

সৈয়দ হুমায়ূন কবির বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল এবং সরকার বিরোধী জোট এক ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে। ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে। এসবের মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণ ও নিরীহ মুসলিমদের ওপর জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনদের ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর ইসরাইলের বর্বরোচিত আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com