বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য: মার্কিন পররাষ্ট্র দফতর
বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করা মার্কিন প্রশাসনের লক্ষ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল। একই সাথে আয়োজিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও আশা করছেন তিনি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মার্কিন উপ-মুখপাত্র বলেন, ‘আপনারা আমাকে আগেও বলতে শুনেছেন যে কোনো দেশে সুনির্দিষ্ট সরকার, রাজনৈতিক দল বা প্রার্থীকে আমরা সমর্থন করি না। যেসব অঞ্চলে নির্বাচন চলছে, সেখানে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করা যা ওই দেশের জনগণের ইচ্ছাকে সম্মান জানায়।’