১৪ ,১৮ সালের মতো সাজানো পাতানো নির্বাচন করে পার পাবেন না: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন কমিশনকে বলব ১৪ ,১৮ সালের মতো সাজানো পাতানো নির্বাচন করে পার পাবেন না। পাতানো নির্বাচনের পথে হাঁটলে জনগণ আপনাদের গলায় গামছা বেঁধে রাস্তায় ঘুরাবে।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ,সুষ্ঠু নির্বাচনের দাবিতে তৃতীয় দফায় বিরোধী দলসমূহের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে সড়ক অবরোধ ও মিছিল করে গণ অধিকার পরিষদ। কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে সড়ক অবরোধ করে গাড়ি থামিয়ে কর্মসূচি পালন করছি। কোথাও একটা ঢিল ছোঁড়া হয় নাই, একটা গাড়ির কাঁচও ভাঙা হয় নাই। আমাদের এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। রাস্তায় যেন কোনো গাড়ি না চলে, রেলপথে যেন কোনো ট্রেন না চলে সেই ব্যবস্থা করতে হবে। এই প্রতিকূল পরিবেশেও যারা রাজপথে আছেন তাদের ধন্যবাদ জানাই।
জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন।আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।