গোটা জাতি আজ ঐক্যবদ্ধ, নিশিরাতের সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি মেনে নিতে হবে। এখন জনগণের সমর্থন বিএনপির সঙ্গে। নিশিরাতের সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিএনপি ঘোষিত তৃতীয় দফায় সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করার পর এ কথা বলেন তিনি।
রিজভী আহমেদ বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক, পেশাজীবী,ব্যবসায়ীসহ সাধারণ জনগণ এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে। জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
আজ সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন রুহুল কবির রিজভী।