নির্বাচনের তফসিল ঘোষণা করলেই লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা বাম জোটের

0

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম জোটের নেতারা। বুধবার রাজধানীর পুরানা পল্টনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবার কবীর জাহিদ এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ঐদিনই বাম বাম জোটের পক্ষ থেকে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরের দিন থেকে লাগাতার হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এসময় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়।

তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকার জনমত ও বিরোধী দলসমূহের দাবি উপেক্ষা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। যা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com