নির্বাচনের তফসিল ঘোষণা করলেই লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা বাম জোটের
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম জোটের নেতারা। বুধবার রাজধানীর পুরানা পল্টনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবার কবীর জাহিদ এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ঐদিনই বাম বাম জোটের পক্ষ থেকে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরের দিন থেকে লাগাতার হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এসময় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়।
তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকার জনমত ও বিরোধী দলসমূহের দাবি উপেক্ষা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। যা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে।