বিএনপি কাপুরুষতার পরিচয় দিয়েছে ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিত করে: কাদের
৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব বলে দাবি করে বিপ্লব ও সংহতি দিবস পালন করে বিএনপি। কিন্তু এ বছর দিবসটি পালন স্থগিত করেছে দলটি। কর্মসূচি স্থগিত করাকে কাপুরুষতা বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের বলেন, এদের মতো ভিতু কাপুরুষ হয়? এই কাপুরুষদের রাজনীতি মানায়? তাদের আন্দোলনের সাহস এখানেই তো দেখা গেল। এদের দল কেন করবে মানুষ?’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’-এর আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি বলেছিল, শেখ হাসিনা পালাচ্ছে। অথচ, আপনারা কে কে কোথায়? কেউ কারাগারে। কেউ পালিয়েছেন। শেখ হাসিনাকে হটাবেন? শেখ হাসিনাকে হটাতে গেলে আপনারাই হটে যাবেন।