‘একদফা’ দাবি আদায়ের লক্ষ্যে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে

0

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ফের আগামী বুধবার ভোর থেকে বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টার তৃতীয় দফার অবরোধ আসছে।

সোমবার (৬ নভেম্বর) এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিবে আন্দোলনের প্রধান রাজনৈতিক দল বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। একদফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে আগামীকাল ভোরে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com