অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান বিএনপিপন্থী আইনজীবীদের

0

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল সমাবেশ করেছে। সোমবার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অবরোধ সমর্থনে মিছিল করে বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের গেটে আসেন।

সেখানে পুলিশের বাধার কারণে তারা সুপ্রিম কোর্টের মধ্যে বার কাউন্সিল সংলগ্ন রাস্তার ওপর বসে অবরোধ সমর্থনে সমাবেশ করেন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশ নেবে না।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আইনজীবী আবেদ রাজা, আইনজীবী কে এম জাবির, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ইউসুফ আলী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com