ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মঈন খানের বৈঠক

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য ও ছবি শেয়ার করা হয়েছে। বৈঠকটি ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

ব্রিটিশ হাইকমিশন বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার।

অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার ও একযোগে কাজ করার জন্য যুক্তরাজ্য সব অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিএনপি সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com