ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মঈন খানের বৈঠক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য ও ছবি শেয়ার করা হয়েছে। বৈঠকটি ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ব্রিটিশ হাইকমিশন বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার।
অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার ও একযোগে কাজ করার জন্য যুক্তরাজ্য সব অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে।
বিএনপি সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।