৩য় দিনের অবরোধেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

0

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনেও দেখা যাচ্ছে না দূরপাল্লার যানবাহন, এদিকে দূরপাল্লার বাস না থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি না থাকায় অনেকেই যার যার গন্তব্যে যেতে পারছে না।

দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। এদিকে উত্তর বঙ্গের প্রবেশদার দিয়ে চলাচল করে প্রায় ২২টি জেলার যানবাহন কিন্ত অবরোধের তৃতীয় দিনেও যাত্রীদের দেখা গেলেও বাস চলাচল ও কাউন্টার বন্ধ রয়েছে।

সাবিনা খাতুন নামে এক গার্মেন্টসকর্মী বলেন, ‘আমার মা অসুস্থ, তাই তাকে (মা) দেখার জন্য বাড়িতে এসেছি আসার পরেই অবরোধে পরে গেছি। এদিকে আজকে যদি ঢাকা না যাই আমার চাকরি থাকবে না। ঢাকার উদ্দেশে হাটিকুমরুল রোড বাস কাউন্টারে এসেছি, এখানে এসে দেখছি একটা গাড়িও নাই কেমনে ঢাকা যাবো?’

বিএনপির ডাকা তিন দিনের অবরোধে সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে কোনো কাউন্টার খোলা দেখা যায় নাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com