আমিনুল হক ও মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিএনপির
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে গুলশান-২-এর হোটেল আমারির উল্টো পাশের একটি ভবন থেকে গোয়েন্দা পুলিশ তাঁদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদলের নেতা পল্লবকেও তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন রিজভী।