বিএনপি মহাসচিবকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি ১০১ প্রফেসরের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের ১০১ জন প্রফেসর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) রাতে সোনালী দলের সভাপতি প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনি সরকার এই আন্দোলনকে দমন করার জন্য দেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।
তারা বিএনপি মহাসচিবকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।