জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সরকারই আ.লীগের দুর্নীতি ও খুন-গুমের বিচার করবে: ডা. জাহিদ

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ এফ এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির মুখেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। এরপরই নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সরকারই আওয়ামী লীগের দুর্নীতি ও খুন গুমের বিচার করবে।

১০ দফা দাবিতে শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডা. জাহিদ বলেন, রাজশাহী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তাই বিএনপির এ দূর্গ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এ আন্দোলনের মুখে সরকার গদি ছাড়তে বাধ্য হবে। বর্তমান সংসদ বিলুপ্ত হবে, নিরপেক্ষ সরকার গঠিত হবে, নির্বাচন কমিশন হবে এবং  জনভোটে জাতীয় সরকার গঠন করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শুধু এখন নয়, এবার রোজায় আন্দোলন হবে, ঈদে আন্দোলন হবে। বর্ষাতেও আন্দোলন হবে। এ বছরই শেখ হাসিনার শেষ বছর হবে। তবে পাশেই রাজশাহীর সীমান্ত এলাকা। এ সীমান্ত দিয়ে যাতে আওয়ামী লীগের ক্রিমিনালরা ভারতে পালাতে না পারে সেই বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com