ছাত্রলীগ নেত্রীদের নির্যাতনের শিকার ফুলপরীর পরিবারের পাশে শিমুল বিশ্বাস
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত শিক্ষার্থী ফুলপরীর পাশে দাঁড়াতে তার পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শুক্রবার সকাল ১০ টায় ফুলপরীর গ্রামের বাড়ি পাবনার শিবপুরে যান তিনি।
নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিমুল বিশ্বাস বলেন, ফুলপরী বর্তমান আওয়ামী যুগে ‘প্রতিবাদের প্রতিক’।
ফুলপরীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, জুলুমের বিরুদ্ধে ফুলপরীর এই প্রতিবাদ আগামী দিনে অনেক ছাত্রীদের নির্যাতন থেকে মুক্ত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা যুবদল সভাপতি হিমেল রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা বরিউল ইসলাম রবিসহ বিএনপির স্থানীয় নেতারা
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ মেধাবী ছাত্রী ফুলপরীর ছাত্রলীগ নেত্রীদের অমানবিক ও ঘৃন্য নির্যাতনের শিকার হন।সূত্র: নয়া দিগন্ত