রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ভবনে বিস্ফোরণ

0

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে গেছে।

এ ঘটনায় একজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এ খবর প্রকাশ করেছে। খবর আনাদোলুর।

তাসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাশিয়ার দক্ষিণাঞ্চীয় রোসটভ শহরে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভবনে হঠাৎ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি মেরামত কারখানা ছিল। সেই কারখানায় রাখা জ্বালানি ও লুব্রিকেন্ট থেকে ওই বিস্ফোণের ঘটনা ঘটতে পারে কর্তৃপক্ষের ধারণা।

ভয়াবহ বিস্ফোরণে ভবনটির একটি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কোনো নাশকতা না দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com