ড. ইউনূস নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকেই অসম্মানিত করেছেন: কাদের

0
ড. ইউনূস সম্মানিত লোক কিন্তু তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকেই অসম্মানিত করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৬ মার্চ) তিনি একথা বলেন।

ডক্টর ইউনূসের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবেন না তাকে নিয়ে আমাদের ভাবনার কিছু নেই, বলার কিছু নেই। বাংলাদেশের এত বন্যা, ঝড় জ্বলোচ্ছাসে, উনি দুনিয়া নিয়ে ভাবেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে ভাবেন না। যিনি বাংলাদেশ নিয়ে ভাবেন না তাকে নিয়ে আমরা ভাববো কেন?

তিনি আরও বলেন, যিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেন, জোর করে এমডি থাকতে চান। তার আইন তিনিই লঙ্ঘন করেছেন। তিনি সম্মানিত ব্যক্তি কিন্তু নিজের কর্মকাণ্ডে তিনি নিজেকেই অসম্মানিত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com