মোহাম্মদপুর ও নিকুঞ্জে ভোটকেন্দ্রে দুই সাংবাদিকের ওপর হামলা

0

 রায়েরবাজার সাদেকখান রোডে আলীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থীর ক্যাডারদের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।তি‌নি আগাম‌ি নিউজ ২৪.কম নামক এক‌টি অনলাইন পোর্টা‌লে কাজ ক‌রেন।

একই সসময় নিকুঞ্জে জানে আলম স্কুল কেন্দ্রে বার্তা সংস্থা পিবিএ এর বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবালও আক্রমণের শিকার হন। গুরুতর জখম হন তিনি। তার ক্যামেরা ভাংচুর করা হয়। সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমনকে শিকদার মেডিকেলে নেয়ার পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকনের লোকজন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, সকাল থেকেই পুলিশের সামনে সশস্ত্র মহড়া দিচ্ছে।

এছাড়াও ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ প্রতিদিন ও সমকাল সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এজেন্ট বের করে দেওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার কারণে টিকাটুলিতে ফটো সাংবাদিক পরিবর্তন ডটকমের ওসমান গনির উপর হামলার অভিযোগ এসেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com