স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা খুবই কম, সেটা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে খুবই কম গবেষণা হচ্ছে।  এ সেক্টরে গবেষণা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞনী, গবেষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে “বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ”, “এনএসটি ফেলোশিপ” ও “বিশেষ গবেষণা অনুদান” প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের কৃষি গবেষণা চলছে, বিজ্ঞানেও চলছে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে গবেষণাটা খুব সীমিত, খুবই কম। আমাদের যারা ডাক্তার হন, তারা পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান। তারা ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণি আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটে প্র্যাকটিস করবেন। সরকারি চাকরি আর প্রাইভেটে প্র্যাকটিস করলে সেখানে গবেষণা হয় না।

স্বাস্থ্য সেক্টরে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, এ সেক্টরে গবেষণাটা খুব দরকার। স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন। এটা যেন আরও প্রসারিত হয় সেজন্য সবাইকে উদ্যোগী হতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com