নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় দেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ: ইসি

0

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, গত বছর কিছু নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে হালনাগাদ ভোটার সংখ্যা প্রকাশ করেছে ইসি।

ইসির ফ্যাক্টশিট অনুযায়ী, দেশের ভোটার তালিকায় মোট ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

মোট সংখ্যার পুরুষ ভোটার ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন।

এছাড়া হালনাগাদ তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয়ে ৮৩৭ জন ট্রান্সজেন্ডার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার পাঁচ দশমিক ১৮ শতাংশ।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com