বাইরে উপড়েপড়া ভিড়, ভেতরে ফাঁকা

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে রাজধানীর ৩৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র রয়েছে ১৯টি। এরমধ্যে সবগুলো কেন্দ্রের বাইরে ব্যাপক লোক সমাগম থাকলেও কেন্দ্রের ভিতরে নেই কাক্সিক্ষত ভোটার উপস্থিতি। বিএনপি সমর্থিক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী খানের দাবি সরকার দলীয় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম বাসেদ এর সমর্থনে বহিরাগত লোকজন এনে কেন্দ্রের সামনে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছেন। এ কারণে সাধারণ ভোটাররা ভয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন না। এরমধ্যে নুরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ৪টি। বেলা পৌনে ১১টায় সেখানে গিয়ে দেখা গেছে, প্রায় সাড়ে ৮ হাজার ভোটাদের মাঝে সেখানে ভোট পড়েছে মাত্র ৫ শতাংশের মতো। এ ব্যাপারে ১১২২নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল হান্নান বলেন, ইভিএম পদ্ধতির সাথে পরিচিত নয় বলে ভোটারদের ভোট প্রদান বিলম্বিত হচ্ছে। এ কারণে কাস্টিং ভোটার সংখ্যা খানিকটা কম।কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন আমরা বারবার বাইরের ঝটলা ভেঙে দেয়ার চেষ্টা করছি। কিন্তু ভেণে দেয়ার পরক্ষণেই আমার ঝটলা সৃষ্টি করে ওরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com