আ’লীগ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে : ইশরাকের অভিযোগ

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়ার পর তিনি এ অভিযোগ করেন।

ইশরাক বলেন, ৩৪ নম্বর ওয়ার্ডে গতকাল রাতে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখানে আমাদের কাউন্সিলর প্রার্থী ইছাক সরকার। ওখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং কোনো-না-কোনোভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছিল। সেখানে আমাদের একজন কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে এলাকাবাসী এটা জানতে পেরে সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং আওয়ামী লীগের দুর্বৃত্তদের সেখান থেকে বিতাড়িত করে। এটাকে আমি বলব, জনগণের একটা বিজয় হয়েছে। এভাবে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটকেন্দ্রে পাহারা দিতে পারি।

তিনি অভিযোগ করেন, কিছু ভোটকেন্দ্রে সকাল বেলা পোলিং এজেন্ট ঢুকতে দেয়া হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.