তুরস্কে ভয়াবহ ভূমিকম্প বিপর্যয়ে সহায়তা হিসেবে ওষুধ ও খাদ্যসামগ্রী পাঠিয়েছে বিএনপি
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প বিপর্যয়ে সহায়তা হিসেবে জরুরি ওষুধসামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী পাঠিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার তুরস্ক দূতাবাসে দলের পক্ষ থেকে ওইসব সামগ্রী হস্তান্তর করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তুরস্কের মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়াতে ওষুধ ও খাদ্যসামগ্রী সহযোগিতা পাঠানো হয়েছে। দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকালে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।