সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা ফখরুলের খোঁজ নিলেন প্রবাসীরা

0

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে তারা এ সাক্ষাৎ করেন। এ সময় তারা মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে সস্ত্রীক শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সোমবার তার চিকিৎসা শুরু হয়।

মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন।

মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত।সূত্র: দেশ রুপান্তর

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com