আদালতের নির্দেশ সত্ত্বেও রিজভীর সাথে দেখা করতে না দেয়ার অভিযোগ তার স্ত্রী’র

0

আদালতের নির্দেশ সত্ত্বেও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাথে দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।

মামলার হাজিরার জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বুধবার সকালে রিজভীকে ঢাকার সিএমএম কোর্টে আনা হয়। কারাগার থেকে আদালতে আনার পর তাকে হাজতখানায় রাখা হয়। পরে শারীরিক অসুস্থতা ও মামলা সংক্রান্ত বিষয়ে স্ত্রী আরজুমান আরা বেগম রিজভীর সাথে দেখা করতে আইনজীবীর মাধ্যমে আদালতের অনুমতি চান। আদালত আবেদনটি মঞ্জুর করে সাক্ষাতের অনুমতি দেন। রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলামকেও সাক্ষাতের অনুমতি দেয়া হয়। কিন্তু ‌হাজতখানার ওসি রিজভীর সাথে তার স্ত্রী এবং ব্যক্তিগত চিকিৎসককে সাক্ষাৎ করতে দেননি। দুই ঘণ্টা কারাগারের হাজতখানায় রাখার পর রিজভীকে সাড়ে ১২টায় কেরানীগঞ্জ কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলা হয়।

রুহুল কবির রিজভীর প্যানেল আইনজীবী মশিউর রহমান শান্ত বলেন, রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, হার্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি গত ৮ ডিসেম্বর থেকে পল্টন থানার মামলায় কারাগারে বন্দী। তার অসুস্থতা ও মামলাজনিত কারণে স্ত্রী আরজুমান আরা বেগম ও চিকিৎসকের সাক্ষাত প্রদান জরুরি। এই বিষয়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করলে তা মঞ্জুর করা হয়। কিন্তু হাজতখানার ওসি আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।

রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম জানান, শারীরিকভাবে তার স্বামী অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তার শরীর ভালো নেই। উন্নত চিকিৎসা দরকার। আমরা তার নিয়মিত খোঁজ-খবর পাই না। এর আগে গত ২৩ জানুয়ারি রিজভী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিনি বলেন, আজকে আদালত আমাকে এবং ডা. রফিকুল ইসলামকে রিজভীর সাথে দেখা করার অনুমতি দিলেন। কিন্তু হাজতখানার ওসি সেই আদেশকে তোয়াক্কা করলেন না। আমাদের তিনি দুই ঘণ্টা অপেক্ষা করিয়েও দেখা করতে দেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com