ইরানকে সমর্থন করবে চীন: শি জিনপিং

0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, তারা ইরানকে সমর্থন করবেন। শি বলেছেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে চীন সাহায্য করবে।

শি বলেছেন, আন্তর্জাতিক স্তরে একতরফা ইরানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হচ্ছে, চীন তার সাথে একমত নয়।

ইরানের প্রেসিডেন্ট রাইসি এখন চীন সফর করছেন। চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় ইরান। গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট চীন সফর করছেন।

শি জিনপিং জানিয়েছেন, পরমাণু প্রকল্প নিয়ে একটা ন্যায্য প্রস্তাব নেয়া দরকার। এই বিষয়েও ইরানের পাশে আছে চীন।

শি জানিয়েছেন, ইরানের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় চীন অংশ নেবে। চীন চায়, এই আলোচনা আবার শুরু হোক।

২০১৫ সালে ইরানের সাথে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি তখন এই চুক্তি থেকে সরে আসেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আবার চুক্তিতে ফেরার আগ্রহ দেখান। তারপর আলোচনা শুরু হলেও মাঝে মধ্যেই থমকে যাচ্ছে। ইরান অবশ্য জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার করছে। তাদের দাবি, আগে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপর তারা পরমাণু চুক্তি আবার করার ব্যাপারে ভাববে।

গত সেপ্টেম্বরে ইরানের তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা।

এই পরিস্থিতিতে শি বলেছেন, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে যাবে।

সূত্র : ডয়চে ভেলে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com